নিজস্ব সংবাদদাতা:
আজ ১৪ জুলাই ২০২৩ ইং। শিবপুর উপজেলা যুবদলের আমৃত্যু আহবায়ক নূরে ই আলম মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে মৃত্যুবরণ করে ছিলেন তিনি। শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের সাবেক সভাপতি নূরে ই আলম মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল দোয়া ও মিলাদ মাহফিল।
উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচীব মনজুর এলাহী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার উপস্থিত ছিলেন।
গতবছর নূরে ই আলম মোল্লার মৃত্যুর পর অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে একটেবিলে বসেছিলেন এই তিন নেতা । দীর্ঘ একবছর পর নূরে ই আলম মোল্লার কারণেই আবারও মিলিত হলেন তারা।
শিবপুর বাজারের পাশে উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব দলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ। উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন সুন্সীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন,নরসিংদী জেলা কৃষক দলের সভপতি মাজারুল হক টিটু, শিবপুর পৌরসভা বিএনপি সভাপতি বাবুল মৈশান, সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মোল্লা,উপজেলা যুব দলের যুগ্ম আহবাহক সোহেল রানা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ওমর ফারুক মৃধা টিটু, প্রমূখ।