আলো রিপোর্ট:
শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব হারুনুর রশীদ খঁনের লাশ আপন দুই ভাইয়ের কবরের পাশেই দাফন করা হয়েছে।
গতকাল ১ লা জুন জোহর নামাজের পর জানাজা শেষে হারুনুর রশীদ খাঁনের লাশ ময়নার তদন্তের জন্য নরসিংদীতে মর্গে পাঠানো হয়।ময়না তদন্ত শেষে গতকাল রাতেই উপজেলার মজলিশপুর নিজ গ্রামের পারিবারিক কবর স্হানে তার ণাশ দাফন করা হয়।
হারুনুর রশীদ খাঁনের কবরের পাশেই রয়েছে শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য বড় ভাই শহীদ রবিউল আউয়াল খান (কিরন)। তিনি ১৯৮৬ সালের ২৮ এপ্রিল দলীয় সমাবেশ শেষ করে বাড়ী ফেরার পথে নরসিংদীর শিবপুরের খড়কমারা পাহাড়িয়া নদীর ব্রিজের উপর আঁততায়ীর গুলিতে মৃত্যুবরণ করেন। তার পাশেই রয়েছে চক্রধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম অরুন খাঁন।
২৫ বছর আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করা উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান গত ২৫ ফেব্রুয়ারী শিবপুর বাজারের নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার ৯৪ দিন পর ৩১ মে বিকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মারা যান। এর আগে উন্নত চিকিৎসার জন্য হারুনুর রশীদ খান ভারতের দিল্লি গিয়েছিলেন।