প্রিয় শিবপুরবাসী, আসসালামু আলাইকুম৷
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসাবে শিবপুরের দায়িত্ব হস্তান্তর করেছি। দীর্ঘ প্রায় ০২ বছর আপনাদের সেবার মহান ব্রত নিয়ে এই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) (UNO) দায়িত্বে নিয়োজিত ছিলাম। আমার এই কর্মকালীন সময়ে উপজেলার সকল শ্রেণীর মানুষের সাথে আত্মার বন্ধন তৈরী হয়ে গিয়েছিল। কখনোই এক মুহূর্তের জন্যও মনে হয়নি নিজ এলাকা ছেড়ে আমি এতো দূরে চাকুরি করতে এসে ভুল করেছি।
উপজেলা প্রশাসন ও সকল দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আমার অফিসের সহকর্মীবৃন্দ, উপজেলা রাজস্ব অফিসের কর্মকর্তাগণ সকলে ছিলেন আমার প্রতিটি কাজের সহযোদ্ধা, সকলের সহযোগিতায় শিবপুর উপজেলায় আমার এই পথচলা। আমার সাথে যে সকল সহকর্মী আমার কাজে সব সময় সহায়তা করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কর্মকালীন এ সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে অজস্র কারাদন্ড ও জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান, করোনাকালীন সামাজিক দূরত্ব নিশ্চিত ও শতভাগ ভ্যাক্সিনেশন ইত্যাদি অনেক কার্যক্রম স্ট্রিক্টলি বাস্তবায়ন করা হয়েছে। যতটুকু আইন প্রয়োগ করে কাজ করা হয়েছে তার সবটুকুই সাধারণ মানুষের জন্য সরকারি স্বার্থ রক্ষার্থে।
প্রত্যেকটি কাজেই আমি এলাকার সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন পেয়েছি। শিবপুর উপজেলার মানুষের অকৃত্রিম ভালোবাসা আমাকে এসকল কাজ করার সাহস ও প্রেরণা যুগিয়েছে।
কাজ করতে গিয়ে ইচ্ছে থাকা সত্ত্বেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেককে হয়তো কাঙ্খিত মানের সেবা দিতে পারেনি অথবা যদি কারো মনে নিজের অজান্তে কোন কষ্ট দিয়ে থাকি সে জন্য দুঃখ প্রকাশ করছি।
বিদায়বেলায় মনে হয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে যানজট নিরসন, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরগ্যাংয়ের উৎপাত মুক্ত সহ অন্যান্য সামাজিক অস্তিত্বশীলতা নিয়ে সাধারণ মানুষের জন্য আরো অনেক কাজ করার ছিল। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা পুরোপুরি সম্ভব হয়নি।
প্রিয় শিবপুরবাসী বিশেষ করে উপজেলার সাধারণ জনগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এতো অকৃত্রিম ভালোবাসায় আমাকে আপনারা আপনাদের প্রতি দায়বদ্ধ করে ফেলেছেন।
আমার পরবর্তী কর্মস্থল ঢাকায়। আমার জন্য দোয়া করবেন চাকরির পরবর্তী দিনগুলি যেন নিষ্ঠার সাথে এবং শারীরিক সুস্থতা নিয়ে দায়িত্ব পালন করতে পারি। আপনাদের দোয়া এবং আকুণ্ঠ ভালোবাসা আমার সারা জীবনের পথ চলার পাথেয় হয়ে থাকবে। আপনারাও ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
সবাইকে নিরন্তর শুভকামনা ও শুভেচ্ছা৷
ধন্যবাদ সবাইকে৷
সবার মঙ্গল কামনায়-
জিনিয়া জিন্নাত
(সিনিয়র সহকারী সচিব)
বি: লেখাটি ফেসবুক থেকে নেওয়া।