শিবপুর সংবাদদাতা:
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও প্রবীণ রাজনৈতিক নেতা আলহাজ্ব হারুন অর রশীদ খাঁন দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।গুলিবিদ্ধ অবস্থায় শিবপুর হাসপাতালে নিয়ে গেলে তাঁর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন তাঁকে।আর ঘটনাটি ঘটে আজ শনিবার( ২৫/২/২০২৩)সকালে। অপর দিকে শিবপুর আওয়ামীলীগের অভিভাবক হারুন অর রশীদ খাঁন গুলিবিদ্ধের খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে আসে।দুর্বৃত্তদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও ঢাকা সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে রাখে বিক্ষুপ্ত জনতা।
জানাগেছে, হারুন অর রশীদ খাঁন সকালে শিবপুর বাজারে অবস্থিত নিজ বাসার সিঁড়িতে উঠার সময় দুর্বৃত্তরা বাসায় ডুকে তাঁকে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়।গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে শিবপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার প্রবীণ এই নেতার অবস্থা অবনতি দেখে সাথে সাথেই ঢাকায় রেফার করেন তাঁকে।
উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মী শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — আলহাজ্ব হারুন অর রশীদ খাঁন একজন প্রবীণ রাজনীতি বিদ।তিনি শিবপুর আওয়ামীলীগের অভিভাবক।তিনি সকলের কাছে একজন সহজ সরল নেতা হিসেবেই পরিচিত।কিন্তু আজকে যা ঘটেছে তা অকল্পনীয়।তিনি দুর্বৃত্তদের গুলি আহত হতে হবে এ কথা কখনো কল্পনাও করিনি আমরা।তিনি আওয়ামীলীগ পরিবারের সদস্য।১৯৮৬ সালে তাঁর বড় ভাই শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য রবিউল আওয়াল কিরন খাঁনকে ও দুর্বৃত্তরা গুলি করে মেরে ছিল।আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনকে মেরে দুর্বৃত্তরা চেয়েছিল আওয়ামীলীগকে অভিভাবকহীন করার পাশাপাশি আ’লীগ পরিবারকে ধ্বংস করতে। আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী অল্প সময়ের মধ্যে দুর্বৃত্তের গ্রেফতার করতে সক্ষম হবে।
স্হানীয় আওয়ামীলীগ নেতা, জনগণ, বিভিন্ন রাজনৈতিক নেতারা মনে করেন — দীর্ঘ দিন ধরে শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভিতরে চলছে দলীয় কোন্দল।২৫ বছর ধরে আ’লীগের নেতৃত্ব দেওয়া হারুন অর রশীদ খাঁনকে রাজনীতি থেকে সরানো জন্য অনেক চেষ্ঠা করা হয়েছে। মনে হচ্ছে আজকের ঘটনা আভ্যন্তরীণ কোন্দলেরই বহি প্রকাশ ।তবে সুষ্ঠ তদন্ত ও দুর্বৃত্তদের গ্রেফতার করতে পারলেই জানা যাবে এর আসল রহস্য।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিবপুর থানা পুলিশ শিবপুরের আলো ২৪ ডট কম’কে জানান, আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই দুর্বৃত্তদের গ্রেফতার করতে সক্ষম হবো।