• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

নতুন ইউএনও’র অপেক্ষায় শিবপুরবাসী

admin / ৩৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

গত ২০২২ সালের ১৬ জানুয়ারী সাবেক শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাবিরুল ইসলামের নিকট থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন নতুন ইউএনও জিনিয়া জিন্নাত।

নিজস্ব সংবাদদাতা:

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জিনিয়া জিন্নাত কে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে বদলি করা হয়। তবে নতুন ইউএনও হিসেবে এখনো কেউ যোগদান না করায় তিনি শিবপুরেই দায়িত্ব পালন করছেন তিনি। আগামী সপ্তাহে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে নতুন কাউকে দেখতে পাবে শিবপুরবাসী, এমনটাই মনে করছেন অনেকে। তবে জিনিয়া জিন্নাত কবে নাগাদ নতুন দায়িত্ব গ্রহণ করবেন তা এখনো নিশ্চিত করে জানাযায়নি।

ইউএনও’র পদ ছাড়াও শিবপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

২০১৩ সালের ৩৩ তম বিসিএস ক্যাডারের জিনিয়া জিন্নাত গত ২০২২ সালের ১৬ জানুয়ারী শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে ছিলেন তিনি।

উল্লেখ্য যে, গত ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এটিএম শরিফুল আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। এর আগে ইউএনও জিনিয়া জিন্নাতের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, ঘুষ-দুর্নীতিসহ নানা অভিযোগ উঠে। এরই কারণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে শোকজও করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পদে দায়িত্ব পালন করা জিনিয়া জিন্নাতের বদলীর খবর ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ করা হয় শিবপুরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category