আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার::::
নরসিংদীর শিবপুর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ ( ওসি) হিসেবে যোগদান করেন মো: ফরিদ উদ্দিন। এর কিছু দিন পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করা শা মো: সজীব এর নিকট প্রত্যাশা অনেক শিবপুর বাসীর। জনগণের সেবক হয়ে নিরপেক্ষ দায়িত্ব পালনের মাধ্যমে একটি দূর্নীতি মুক্ত উপজেলা হিসেবে বাস্তবায়ন করবেন এমনটাই প্রত্যাশা করেন শিবপুরের জনগণ।
সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত ছিল। যার খবর স্হানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদপত্রে গুরুত্ব সহকারে প্রকাশ করে ছিল।বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর শিবপুর থেকে বদলি হয়ে খাদ্য মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচীব হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করেন তিনি। এছাড়া সাবেক ওসি ফিরোজ তালুকদারের বিরুদ্ধেও ছিল বিভিন্ন অভিযোগ। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের অনুরোধে গত ১০ ডিসেম্বর ওসি ফিরোজ তালুকদারকে রায়পুরা থানায় বদলি করা হয়।
স্হানীয় কয়েকজন শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — শিবপুর বিভিন্ন কারণে একটি গুরুত্বপূর্ণ উপজেলা। আগে সরকারী বিভিন্ন কর্মকর্তারা দূর্নীতির সাথে জড়িত ছিল না।কিন্তু উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খানকে পদ থেকে অব্যাহতি ও মুত্যুর পর সরকারী কর্মকর্তারা লাগামহীন ভাবে অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িয়ে পড়েছিল। আমরা আশা করি নতুন ওসি মো:ফরিদ উদ্দীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: সজীব একটি অনিয়ম ও দূর্নীতি মুক্ত উপজেলা প্রশাসন উপহার দিবেন।
গত ১৪ ডিসেম্বর শিবপুর মডেল থানায় নতুন অফিসার্স হিসেবে মো: ফরিদ উদ্দীন যোগদান করেন।