• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

নতুন ভবন হলে শিক্ষার্থীদের লেখাপড়ায় আর কোন সমস্যা থাকবে না – এমপি সিরাজ মোল্লা

admin / ২২২ Time View
Update : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

::: আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার :::

নরসিংদী জেলা আ.লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা ওরপে সিরাজ মোল্লা বলেছেন — আমি এমপি হবার পর গত ২০১৭ সালে মোঃ নজরুল ইসলাম সালুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি থাকা অবস্থায় এই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমি এসেছিলাম। নজরুল ইসলাম তখন একটি রাস্তার কথা আবদার করে ছিলেন। তখন আমি রাস্তাটির আইডি করে সময়ের জন্য পাকা করতে পারি নাই।বর্তমানে রাস্তাটি পাকা করা হয়েছে ।আরো তিনটি রাস্তা মোঃ নজরুল ইসলাম পাকা করার কথা বলেছেন। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম রাস্তা তিনটি আমি পাকা করে দিবো। আর সালুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন চার তলা ভবন করতে নীতিমালা অনুযায়ী আমি চেষ্টা করবো। তবে তিন তলা অবশ্যই করে দিব । নতুন ভবন হলে শিক্ষার্থীদের লেখাপড়ায় আর কোন সমস্যা হবে না । আমার মনে হয় এই প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর ছাত্র ছাত্রী এখানে লেখা পড়া করে। এখানে উপস্থিত মা-বোন এবং অভিভাবকদেরকে আমি বলতে চাই আপনাদের ছেলেমেয়েরা ক্লাসে ঠিকমত আসে কিনা অভিভাবক হিসেবে খোজ রাখা,এটা কিন্তু আপনাদের দায়িত্ব ,ছেলে মেয়েরা যাতে ভালোভাবে পড়াশুনা করে সেদিকে লক্ষ্য রাখবেন,ছেলে মেয়েরা ভালোভাবে লেখাপড়া করলে সবার কিন্তু খুশি লাগে, স্কুলে শুধু আসা-যাওয়া করলে কিন্তু লেখাপড়া হয় না ,যতক্ষণ মানুষ না হবে, ততক্ষণ কিন্তু বাপ মায়ের দায়িত্ব থাকে।

শনিবার দিনব্যাপী উপজেলার পুটিয়া ইউনিয়নের ৯৬ নং সালুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
নূর মোঃ রুহুল সগীর, ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ফেরদৌসী ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, শিবপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল হাই মাস্টার।

প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম শিকদার, পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আলহাজ্ব খন্দকার হাসান উল সানি এলিছ, পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম।আলহাজ্ব জাকির হোসেন মোল্লা সাবেক সভাপতি সালুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , সার্বিক সহযোগিতায় এমপি এমপির ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ,মোঃ মাহবুব মিয়া ও মোঃ এরশাদ মিয়া সদস্য পুটিয়া ইউনিয়ন পরিষদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category