• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

নরসিংদীতে জাকের পার্টির দাওয়াতী মাহফিল অনুষ্ঠিত

admin / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

আলম খান

গতকাল বুধবার ( ১১ই ডিসেম্বর) নরসিংদীতে আসন্ন বিশ্ব ইসলামী মহা সন্মেলনের দাওয়াতী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী জেলা জাকের পার্টির কার্যালয়ে (নরসিংদী আন্ত:জেলা বাস টার্মিনাল) জেলা জাকের পার্টির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর ওয়াইজ উদ্দিন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির স্থায়ী কমিটি সদস্য, অতিরিক্ত মহা সচিব, ঢাকা বিভাগ জাকের পার্টি সভাপতি মো: মুরাদ হোসেন জামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি স্থায়ী সদস্য ও জাকের পার্টি আইনজীবী ফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আবু বাকার সিদ্দিক খান।

এছাড়াও অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাকের পার্টি স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আলহাজ্ব মাওলানা মুফতি শরিফুল ইসলাম সাইফী, বিশেষ বক্তা ছিলেন, খাদেম বিশ্ব ওলী বেছালত মঞ্জিল, বনানী পাক দরবার শরীফ ও সদস্য,জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট, মুফতি মাওলানা আলী হায়দার যশোরী, খাদেম বিশ্ব ওলী বেছালত মঞ্জিল, বনানী পাক দরবার শরীফ ও সদস্য,জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট, মুফতি মাইনুদ্দিন আহম্মেদ আনসারী, খাদেম বিশ্ব ওলী বেছালত মঞ্জিল, মাওলানা ইমরান হোসাইন (কুমিল্লা), বনানী পাক দরবার শরীফ ও সদস্য,জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট, মাওলানা ইমদাদুল ইসলাম আশিকী সহ নরসিংদী জেলা,উপজেলা, পৌরসভার, ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন — জাকের পার্টি একটি আর্দশ কেন্দ্রীয় পার্টি। এখানে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস মাধ্যমে মানুষ কে প্রকৃত মানুষ করে তুলে।পরম করুণাময় আল্লাহপাক ও দয়াল নবী রাসুলে করিম (সাঃ) নেয়ামত প্রাপ্ত জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত শাহসূফী বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের শিক্ষা প্রদান পদ্ধতি প্রথমে মানুষ রুপী জানোয়ার নফসে আম্মার কে শৃঙ্খল মুক্ত করে। আত্মশুদ্ধির পর শরীয়ত,হকিকত,তরিকত,মারেফাত সহ-শিক্ষায় শিক্ষিত হয়ে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, প্রেম প্রীতি ভালবাসার পথে চলতে হয়। বর্তমানে সারা পৃথিবীতে মানুষ মানুষ কে হত্যা করছে। মানুষ সর্ব শ্রেষ্ঠ জীব “আশরাফুল মাকলুকাত “।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category