• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

নরসিংদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস পালিত

admin / ২৪৯ Time View
Update : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নিজস্ব সংবাদদাতা::::

নরসিংদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ২০২৪ দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ নরসিংদী জেলার আয়োজনে শুক্রবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে।

এর পর মোঃ মোস্তফা মনোয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:মোস্তফা মনোয়ার’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম।

এ সসময় আরোও উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মানিক সভাপতি কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা , মোঃ মাসুম মিয়া সিনিয়র সহ-সভাপতি , মোশারফ হোসেন সহ-সভাপতি, নগেন্দ্র নাথ বনিক সাধারণ সম্পাদক, আব্দুর রহমান বিপ্লব সাংগঠনিক সম্পাদক, মোঃ মামুন ভূঁইয়া অর্থ সম্পাদক, আবু ছাইদ মোগল তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মোঃ আবুল কাশেম ভূঁইয়া প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ আল আমিন বিদ্যুৎ ও জ্বালানি মূল্য মনিটরিং সম্পাদক, নাজমুল হোসেন অপু যাত্রীসেবা ও পরিবহন ভাড়া মনিটরিং সম্পাদক, সেলিম ভূঁইয়া প্রশিক্ষণ নিরিক্ষন ও পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক , মোঃ শাহিন কাউছার কার্যনির্বাহী সংসদ,আঃ কুদ্দুস দপ্তর সম্পাদক নরসিংদী সদর উপজেলা শাখা , মোঃ মোক্তার হোসেন অর্থ সম্পাদক, মোশারফ হোসেন সার্ভিস ফি ও পন্য মুল্য পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক, আমিনুল ইসলাম বিদ্যুৎ ও জ্বালানি মূল্য মনিটরিং সম্পাদক নরসিংদী সদর উপজেলা শাখা। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য গন।
সঞ্চালনায় ছিলেন মাহামুদুর রহমান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নরসিংদী।সভায় পণ্যের ন্যায্যমূল্য ও গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ বাস্তবায়নের জন্য ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category