• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মিলনমেলা -২০২৫ অনুষ্ঠিত

admin / ৩১ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

সামিয়া সরকার
নরসিংদীতে ৫ শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় সাড়ে ৮ হাজার স্বেচ্ছাসেবীর মিলনমেলা ‘বিজয় ২’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১ ফ্রেব্রুয়ারি দিনব্যাপী নরসিংদী ড্রিম হলিডে পার্কে এই মিলনমেলার আয়োজন করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন – রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন।

নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন – নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী বশির আহমেদ, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, এথ্রি কালার কেম এর চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন, আরবিআর ইনোভেশনস লিমিটেড এর পরিচালক সঞ্জয় কুমার সাহা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সামাজিক সংগঠক রাসেল বিন হাসানাত প্রমুখ।

সকাল ১০ টায় শুরু হওয়া মিলনমেলা চলে দিনব্যাপী৷ মিলনমেলায় জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের ক্ষুদ্র থেকে শুরু করে বৃহৎ সংগঠনের সকলেই মেতে ওঠে আনন্দে৷ রক্তদান, দারিদ্র বিমোচন ও অন্যান্য জনকল্যাণমূলক স্বেচ্ছাকর্ম পদ্ধতির বিনিময় চলে সকল সংগঠনের প্রতিনিধিদের সাথে।

বক্তব্য রাখেন উদ্যোক্তা থেকে শুরু করে ব্যবসায়ি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কারাতে লাকী কুপনসহ অন্যান্য ব্যতিক্রমী আয়োজন উপভোগ করে সকলেই। জেলার সকল স্বেচ্ছাসেবীদের আরও উদ্যমী করে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তেই এরকম আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category