১৯৮৬ সালে ১৫ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন নিয়ে শিবপুর আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, কলামিস্ট,সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কামাল হায়দার মারা গেছেন.
আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:::
না ফেড়ার দেশে চলে গেলেন নরসিংদী ৩ শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা কামাল হায়দার।আজ মঙ্গলবার ( ৪ জুন) সন্ধ্যা সাতটায় ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০। বর্তমানে হায়দারের ছেলে তানভীর হায়দার পাভেল, সিটি গ্রুপের সিনিয়র ডাইরেক্টর, ছেলের বউ ডাক্তার ও আর্মি মেজর, মেয়ে সুপ্তি হায়দার ব্রিটিশ কাউন্সিলে চাকুরী করেন।
জানাগেছে, উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মরহুম ইদ্রিস আলী মাস্টারেরর ছেলে কামাল হায়দার। তিনি দীর্ঘ ধরে বাধক্যজনিত রোগে ভুগছিলেন। আগামীকাল ৫ জুন বুধবার গ্রামের বাড়ি বৈলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাদ আসর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।
উল্লেখ্য যে, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়ন রাজনীতির সাথে যুক্ত হয় তিনি। পরবর্তীতে ন্যাপ মোজ্জাফর এর রাজনীতির সাথে জড়িয়ে পড়েন কামাল হায়দার। তিন জোটের রাজনৈতিক লিয়াজো কমিটির অন্যতম সংগঠন ছিলেন তিনি। কাজী জাফর এরশাদ সরকারের মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও তিনি তা প্রত্যাখান করেন।
১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ১৫ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন পেয়ে শিবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।