• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে দুই এমপি অনুপস্থিত ‘সম্প্রীতি’ অনুষ্ঠানে!

admin / ৮২১ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩

আলো রিপোর্ট:

নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে গতকাল শনিবার অনুষ্ঠিত শিবপুর প্রেসক্লাবের স্মরণিকা ‘সম্প্রীতি’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে  অনুপস্থিত ছিলেন শিবপুর আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।

জানাগেছে, গত ২০০৫ সালের ৯ এপ্রিল শিবপুর প্রেসক্লাব গঠন করা হয়।বর্তমানে ক্লাবের বয়স ১৮ চলছে।প্রথমে ৯ জন সদস্য নিয়ে গঠন করা হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ৩২ জন। দীর্ঘ আঠার বছরের শিবপুর প্রেসক্লাবের ইতিহাস, প্রতিষ্ঠাতাদের সম্মাননা, অতিরিক্ত সচীব বেগম শাহনওয়াজ দিলরুবা খান কে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ও স্মরণিকা ‘সম্প্রীতি ‘ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বর্তমান এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন ও প্রধান আলোচক হিসেবে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা উপস্থিত থাকার কথা ছিল। দুই এমপির সাথে আলাপ আলোচনা করেই তাদের কে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে নাম রাখা হয়েছিল।
কিন্তু তারা দুই জনের একজনও অনুষ্ঠানে উপস্থিত হন নি।

একটি সূত্র শিবপুরের আলো ২৪ ডট কম’ কে বলেছেন —-নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা ও জেলা আওয়ামীলীগের সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহনের মধো দীর্ঘ দিন ধরে চলছে দ্বন্দ্ব।বিশেষ করে শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হারুনুর রশীদ খাঁন ২৫ ফেব্রুয়ারী গুলিবিদ্ব হয়ে ৩১ মে মৃত্যু বরণ করলে তাদের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। মূলত সেই কারণেই তারা সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন নি।

শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচীব আরিফুল হাসান শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —- জহিরুল হক ভূঁইয়া মোহন ও সিরাজুল ইসলাম মোল্লা’র সাথে আলোচনা করেই তাদের কে প্রধান অতিধি ও প্রধান আলোচক হিসেবে নাম রাখা হয়েছিল। অনুষ্ঠানের আগের দিন পর্যন্ত সব কিছু ঠিক ছিল।তবে তারা গতকালের অনুষ্ঠানে উপস্থিত হয় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category