২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন – বিএনপির সাবেক প্রভাবশালী নেতা ও আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচীব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা.
আবুনাঈম রিপন,স্টাফ রিপোর্টার:::
নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব ও আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচীব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম বলেছেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে।যদি তার কথা মতো প্রথম ও দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয় তাহলে সকল নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হবো। আর যদি নির্বাচন কমিশন ও বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে আমি নির্বাচনে অংশ গ্রহণ করবো না। নির্বাচনে অংশ গ্রহন করে অহেতুক নেতাকর্মীদের হারিয়ে লাভ নেই।
তিনি মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আব্দুল মান্নান ভূঁইয়ার পরিষদের ঊদ্যােগে শিবপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন। এ সময় আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের নেতাকর্মী ও সর্মর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের পক্ষ থেকে বিএনপির সাবেক মহাসচীব, চারদলীয় জোট সরকারের সাবেক স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার ধানুয়াস্থ কবরে ফুলে তোড়া অর্পণ করা হয়।
উল্লেখ্য যে, বিএনপির সাবেক প্রভাবশালী নেতা আরিফ উল ইসলাম মৃধা গত ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক উপজেলা আ.লীগের সভাপতি ও দলীয় মনোনীত নৌকার প্রার্থী মরহুম আলহাজ্ব হারুনুর রশীদ খানের নিকট চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজয় বরণ করেন তিনি। তবে গত ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনীত প্রার্থী হারুনুর রশীদ খান সহ অনেক প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোট বেশি পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।