• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

নিয়ম ছিল তিন বছর পর পর ,কিন্তু নয় ব্ছরেও হয়নি আ’লীগের ত্রি বার্ষিক সম্মেলন

admin / ৪৭১ Time View
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩

আলো রিপোর্ট:

বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র মোতাবেক উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন প্রত্যেক তিন বছর পর পর অনুষ্ঠিত হওয়ার নিয়ম রয়েছে।কিন্তু নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির মেয়াদ নয় বছর হলেও ত্রি বার্ষিক সম্মেলনের কোন নাম গন্ধও নেই। ফলে উপজেলা আওয়ামীলীগের কেউ কেউ আঙ্গুল ফুলে হয়েছেন কলা গাছ । এছাড়াও নতুন নেতৃত্ব না আসার পাশাপাশি তৃনমূল নেতাকর্মীদের সাথে কোন কোন নেতা থারাপ ব্যবহার করছেন বলেও অভিযোগ ওঠেছে।

জানাগেছে, গত ২০১৪ সালের ১৯ ডিসেম্বর শিবপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দলের নিয়ম অনুয়ায়ী ২০১৭ সালে শিবপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিব সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৩ সালের মাঝামাঝি সময় পার করলেও সম্মেলন হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

প্রবীণ রাজনৈতিক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হারুনুর রশীদ খাঁনকে বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ২০২১ সালের ৬ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয় জেলা কমিটি। ফলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ – সভাপতি মহসীন নাজির। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সামসুল আলম ভূঁইয়া রাখিল।

শিবপর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসীন নাজির শিবপুরের আলো ২৪ ডট কম’!কে বলেন — দলীয় গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী শিবপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল ২০১৭ সালের শেষের বা ২০১৮ সালের প্রথম দিকে। কিন্তু জেলা কমিটির সম্মেলনের কারণেই এতদিন উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন হয় নি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বর্তমানে কোন সম্মেলন, কমিটি স্হগিত, কাউকে দলীয় পদ থেকে অব্যাহতির না দেওয়ার নির্দেশ রয়েছে দলীয় হাই কমান্ড থেকে।সেই কারণে ২০২৩ সালে উপজেলা আওয়ামীলীগের কোন ত্রি বার্ষিক সম্মেলন হবে না। তবে জাতীয় সংসদ নির্বাচনের পরে উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন হবে এটা প্রায় নিশ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category