আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার:::
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত্ব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করতে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্র প্রার্থী হয়েছেন স্বামী ও স্ত্রী। যদিও এখনো প্রার্থীতা প্রত্যাহারের সময় রয়েছে। নরসিংদী ৩ শিবপুর আসনে নির্বাচন করতে বাংলাদেশ আওয়ামীলীদের দলীয় মনোনয়ন পেতে ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এদের মধ্য থেকে উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান কে দলীয় মনোনয়ন দেয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।এরপর আ. লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম মোল্লা ও তার স্ত্রী ফেরদৌসী ইসলাম মনোনয়ন পত্র জমা দেন।গত ৩ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই করে তাদের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা দেয় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।
সিরাজুল ইসলাম মোল্লা:::
আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।বর্তমান নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী শিবপুর আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন এর বিরুদ্ধে স্বতন্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন তিনি। আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচীব ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব আরিফ উল ইসণাম মৃধার প্রত্যক্ষ সর্মথনে হাঁস মার্কা নিয়ে বিজয়ী হন সিরাজুল ইসলাম মোল্লা।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী করেন তিনি।কিন্তু উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ আলহাজ্ব হারুনুর রশীদ খান ও আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচীব আরিফ উল ইসলাম মৃধা বিরোধীতা করায় নৌকার প্রার্থী জহিরুল হক ভূইঢা মোহন’র কাছে পরাজয় বরণ করতে হয় সিংহ মার্কা নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা কে।
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারও তিনি স্বতন্র প্রার্থী হয়েছেন।তবে এবার ভিন্ন পরিবেশে শিবপুরে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। গত ২৫ ফেব্রুয়ারী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে ৯৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন হারুনুর রশীদ খান। অপর দিকে শিবপুর আসনের এমপি জহিরুল হক ভূইয়া মোহনের অফিসে আগুন দিয়ে পুড়ানো সহ আন্দোলনের নামে রাস্তায় নাশকতা করার দায়ে শিবপুর মডেল থানায় দায়ের করা দুটি মামলার আসামী আরিফ উল ইসলাম মৃধা।তাই গ্রেফতার এড়াতে তিনি গা-ডাকা দিয়েছেন বলে জানাগেছে।
ফেরদৌসী ইসলাম:
ফেরদোসী ইসলাম। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্ত্রীয় কমিটি সদস্য ও শিবপুর উপজেলা শাখা মহিলা লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।শিবপুরের রাজনীতিতে তেমন কোন প্রভাব নাই তার বললেই চলে।স্বামী সিরাজুল ইসলাম মোল্লার কারণেই বেশি পরিচিত তিনি। একটি সূত্র বলেছে আওয়ামীলীগ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যের মনোনয়ন পেতেই জাতীয় সংসদ নির্বাচনের জন্যই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —- সাবেক এমপি মো: সিরাজুল ইসলাম মোল্লা নির্বাচনের তফসিল ঘোষণার আগে বলতেন, ‘আমি খান পরিবারের সাথে আছি এবং থাকবো। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে এখন খান পরিবারের বিরুদ্ধে নির্বাচন করার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছেন’।