নরসিংদীর শিবপুর মডেল থানা পুলিশ গত ২৬ সেপ্টেম্বর পুকুর থেকে যুবকের অর্ধ-গলিত একটি মরদেহ উদ্ধার করে।উদ্ধার করার পর পাঁচ দিন অতিবাহিত হলেও আজও পর্যন্ত থানা পুলিশ মরদেহের পরিচয় খুঁজে বের করতে পারেনি।তাই মরদেহের পরিচয় জানতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সকলের সহযোহীতা চেয়েছে থানা পুলিশ।উদ্ধারকৃত যুবকের মরদেহ ময়না তদন্ত শেষে লাশের কোনো পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে লাশটি নরসিংদী পৌর গোরস্হানে দাফন করা হয়েছে। পুলিশবাদী হয়ে এ ব্যাপারে শিবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং ২২,তাং-২৬/৯/২২।
এ ব্যাপারে আজ শনিবার (০১/১০/২০২২) যোগোযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: আফজাল হোসেন দৈনিক সকালের আলো‘কে বলেন – গত ২৬ সেপ্টেম্বর উপজেলার দুলালপুর ইউনিয়নের বাহেরখোলা গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু উদ্ধার করার পর পাঁচ দিনে অনেক চেষ্টা করেও মরদেহের কোন পরিচয় খুঁজে পাইনি।যদি কেউ এই অজ্ঞাত যুবকের পরিচয় জানতে পারে তাহলে শিবপুর মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। কি কারণে ঘটনাটি ঘটেছে বা কোথা থেকে লাশটি এখানে এসেছে তা আপাতত বলতে পারছি না।তবে মামলাটি নিবিড় ভাবে তদন্তের কার্যক্রম পরিচালনা করছি।আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি পরিচয় জানার জন্য।তাই আমি আশা করি অল্প সময়ের মধ্যেই উদ্ধারকৃত যুবকের মরদেহের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।