• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিবপুরের শিক্ষার্থীদের সংবর্ধনা

admin / ২৫২ Time View
Update : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

আবুনাঈম রিপন স্টাফ রিপোর্টার:::

২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিবপুরের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ এপ্রিল বিকেলে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব শিবপুর (প্রজ্জলণ) এর আয়োজনে শিবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী – ৩ শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। তিনি বলেন আমি যখন প্রথম সংসদ সদস্য ছিলাম তখন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন আরিফুল ইসলাম মৃধা । শিবপুরে আজকে প্রায় সাড়ে তিনশত জন শিক্ষার্থী উপস্থিত আছে। আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলব তোমরা একটি শ্রেণী মাত্র পাড়ি দিয়েছো। সামনে তোমাদের আরো এগিয়ে যেতে হবে। তোমাদের জীবন মাত্র শুরু। আগামী ভবিষ্যতে তোমরা যদি ভালোভাবে পরিশ্রম করে লেখা লেখাপড়া কর তোমাদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে। লেখাপড়া করে তোমরা যদি মানুষের মত মানুষ হতে পারো শুধু শিবপুর নয় সারা বাংলাদেশের সুনাম অর্জন করতে পারবে। তোমাদের পরিবারের সদস্যরা তোমাদের দিকে তাকিয়ে আছে যে তোমরা ভালোভাবে লেখাপড়া শেষ করে অনেক বড় চাকরি করবে। দেশ ও জাতির মঙ্গল বয়ে আনবে। তোমাদের বাপ মার স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করতে হবে। তোমরা যখন ছুটিতে বাড়িতে আসো তোমরা কি খবর রাখো আমাদের শিবপুরে কিশোর, যুবকরা, কিন্তু লেখাপড়া বাদ দিয়ে মাদকের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। তোমরা যেটুকু সময় ছুটিতে বাড়িতে থাকো তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা যে সমস্ত ছেলেরা কিশোর গ্যাং মাদকাসক্ত তাদেরকে ভালো পথে ফিরে আনার চেষ্টা করবে। তোমরা যে সমস্ত প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লেখাপড়া করেছ বছরে ১-২ বার হলেও সেই সমস্ত স্কুলে মাঝে মধ্যে গিয়ে স্কুলের পরিবেশ ঠিক আছে কিনা, লেখাপড়ার মান কিভাবে আরো উন্নত করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা ঈদের পর যেকোনো একদিন শিবপুর উপজেলা থেকে এস এস সি ও এইচ এস সিতে এ প্লাস পেয়েছে তাদেরকে নিয়ে একত্রে শিবপুর উপজেলা মিলনায়তনে একটি অনুষ্ঠান করতে চাই।

অনুষ্ঠানর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি ও শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী ইসলাম । তিনি বলেন আমি অত্যন্ত আনন্দিত এমন সুন্দর একটি ইফতার পার্টিতে আসতে পেরে। আমার মনে পড়ে যায় সেই বিশ্ববিদ্যালয়ের কথা ,আমি ইডেন কলেজে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়েছিলাম মনে পড়ে যায় সেই সময়ের কথা।আপনাদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ,এই সময় যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে এবং সব দিক দিয়ে খেয়াল রাখেন, সমাজের দিকে খেয়াল রাখেন ,পড়াশোনার দিকে খেয়াল রাখবেন। কেউ হয়তো ব্যবসা করবেন,কেউ হয়তো এমপি হবেন ,তাই আমি বলব আপনারা মনোযোগ দিয়ে লেখাপড়া করলে দেশের সেবা করতে পারবেন, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবেন ,আমি শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আপনারা আমার জন্য দোয়া করবেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: সজীব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, ও বিপ্লব চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান সমন্বয় করেন প্রজ্জলণ এর সভাপতি মোজাহিদুল ইসলাম রিফাত, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পারভেজ মোশারফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category