আবুনাঈমরিপন:
আওয়ামীলীগের দলীয় পদের বাহিরে থাকা কয়েকজন নেতা নরসিংদী জেলা আওয়ামীলীগের নবগঠিত পুর্নাঙ্গ কমিটিতে নিজেদের কে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। শিবপুর আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন কে নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ সভাপতির পদ থেকে সরিয়ে সদস্য পদে রাখা হয়েছে।অপরদিকে দীর্ঘ সময় ধরে দলীয় পদের বাহিরে থাকা জেলা আ’লীগের সাবেক সহ সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে জেলা আ’লীগের সহ সভাপতির পদ।ফলে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী উ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পাল্টে যেতে পারে শিবপুরে আওয়ামীলীগের রাজনীতির নেতৃত্ব ।তবে অনেকের আশংকা সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন শিবপুর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ খাঁন।
জেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সর্মথক কয়েকজন নেতাকর্মী শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন—আমাদের নেতা সিরাজুল ইসলাম মোল্লা সারা জীবন আওয়ামীলীগ করেছেন।তিনি সব সময় তৃনমূল নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন।সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতাকে পুনরায় সহ সভাপতির দায়িত্ব দিয়েছেন।এতদিন যারা বিভিন্ন সমাবেশে বলেছিলেন সিরাজ মোল্লা আওয়ামীলীগের কেউ নয়, তারা এখন কি করবেন?আমরা আশা করি আগামী সংসদ নির্বাচনে সিরাজ মোল্লাই শিবপুর আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন পাবেন।শিবপুর উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনকে আরো শক্তিশালী তিনি পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাবেন।
উল্লেখ্য যে, ২০২৩ সালের ১৯ জানুয়ারী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেন নরসিংদী জেলা আ’লীগের পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন।