বক্তব্য রাখছেন নরসিংদী শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন.
আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:::
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন তাতীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটির আহবায়ক আব্দুল জলিল মোল্লা ও সদস্য সচীব হয়েছেন মনির হোসেন।
আজ শুক্রবার (৩ ইং নভেম্বর) সন্ধ্যা সাতটায় শিবপুর উপজেলা তাঁতীলীগ সভাপতি সৈয়দ মোঃ আলম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী -৩ শিবপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শাকিল প্রধান প্রমুখ । অনুষ্ঠান ৪১ করেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিয়াদ, এতে সর্বসম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে আব্দুল জলিল মোল্লাকে আহবায়ক নির্বাচিত করা হয়। সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন তিনজন, মনির হোসেন, আমান মিয়া, রিপন মিয়া, পরিশেষে ৪১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয় ,।