♦আলো রিপোর্ট♦
গতকাল রাতে থানায় গিয়ে পুলিশকে মারধর করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের ধায়ে দলীয় পদ ও দলের প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হলো নরসিংদীর শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আবিদ হাসান জজ মিয়া। আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানাগেছে, উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক আওয়ামিলীগ নেতা নাদিম সরকার কে গতকাল আটক করে শিবপুর মডেল থানা পুলিশ। রাতে থানা থেকে নাদিম সরকারকে ছাড়িয়ে আনতে থানায় যান তিনি।থানা হাজতে আটক থাকা নাদিম সরকারের সাথে কথা বলতে চেষ্টা করেন জজ মিয়া।কিন্তু কর্তব্যরত পুলিশ তাকে বাধাদেন। পরে ক্ষিপ্ত হয়েে জজ মিয়া পুলিশ সদস্যকে বেধরক মারধর করলে পুলিশ আটক করে জজ মিয়াকে।কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায় জজ মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন পুলিশ সদস্য সবুজ মিয়া। তাই দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় আজ মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জজ মিয়াকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পদ সহ প্রাথমিক সদস্য থোকে বহিষ্কার করা হয়।