নরসিংদীর শিবপুরে ‘সম্মেলন ২০২২’ উপলক্ষে জাতীয় পার্টির পূর্ব নির্ধারিক প্রস্তুতি মূলক সাংগঠনিক সভা করতে গিয়ে আজ শনিবার পুলিশী বাঁধার মুখে পড়তে হয়েছে।এক পর্যায়ে পুলিশের সাথে সমঝোতা করে সভা আয়োজক কমিটি মাইক ও ব্যানার ছাড়াই সংক্ষিপ্তভাবে সাংগঠনিক সভা শেষ করতে হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা সম্মেলন ২০২২ সফল করার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।এ এস এম জাহাঙ্গীর পাঠান কে আহবায়ক ও কাদির কিবরিয়াকে সদস্য সচীবেরর দায়িত্ব দেওয়া হয়। বানিয়াদী গোল চত্বরে
উপজেলা জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক শফিকুল ইসলাম শফিক।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ এস এম জাহাঙ্গীর পাঠানের সভাপতিত্বে ও জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন – জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাকির হোসেন মৃধা, এডভোকেট আবুল হাসানাত মাছুম, মো. ফররুখ আহাম্মেদ, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাকির, জেলা ছাত্র সমাজের আহবায়ক আবেদ আলী মিশু, সদস্য সচিব মাহবুব আলম প্রমূখ।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।