দীর্ঘ ১৬ বছর পূর্বে পৌরসভা ঘোষণা করার সাথে সাথেই পৌরপিতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন নরসিংদীর শিবপুর উপজেলার অত্যান্ত দাপটশালী আওয়ামীলীগ ও বিএনপি’র চার রাজনৈতিক নেতা।এরা হলেন ততকালীন উপজেলা বিএনপির সদস্য সচীব, চক্রধা ইউনিয়নের চেয়ারম্যান, আব্দুল মান্নান ভূইয়ার আত্মীয়, বর্তমান আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচীব আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা, শিবপুর উপজেলা আওয়ামীলীগের ততকালীন সাধারণ সম্পাদক, মাছিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূইয়া, ততকালীন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, শিবপুর সরকারী কলেজের সাবেক ভিপি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল।
জানাগেছে, গত ২০০৬ সালে চারদলীয় জোট সরকারের শেষ সময়ে বিএনপির সাবেক মহাসচীব ও জোট সরকারের স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম আব্দুল মান্নান ভূইয়া শিবপুর পৌরসভা ঘোষণা করেন ।ফলে দাপটশালী ততকালীন সময়ের এই চার নেতা পৌর মেয়র হিসেবে নিজেদের নাম ভিতরে ভিতরে প্রচার শুরু করেন।কিন্তু পৌরসভার সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি মামলা দায়ের করায় তাদের স্বঁপ্ন ভঙ্গ হয়ে গিয়েছিল।দীর্ঘ ১৬ বছর পর গতকাল ১৯ এপ্রিল মামলাটি নিষ্পত্তি হওয়ায় এখন নতুন করে এদের মধ্যে কেউ কেউ পৌরপিতা হওয়ার স্বঁপ্ন দেখছেন।