হারুন অর রশীদ খাঁনের সাথে কথা বলছেন সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা.
আলো রিপোর্ট:
শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ খান ভারত থেকে উন্নত চিকিৎসা শেষে বাড়ীতে ফিরে আসার পর তার খোঁজ খবর নিতে প্রতিদিনই বাড়ীতে আসছেন তৃনমূল নেতাকর্মীরা। ইউনিট, ইউনিয়ন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎসজীবিলীগ, সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতা হারুন অর রশীদ খাঁনের শরীলের অবস্থা জানতে সরাসরি বা ফোনের মাধ্যমে যোগাযোগ রাখছেন বলে পারিবারিক সূত্রে জানাগাছে। এছাড়াও জেলা আওয়ামীলীগ, স্হানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তার খোঁজ খবর নেওয়া হচ্ছে। ২৫ বছর শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করা হারুন অর রশীদ খাঁনকে সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দিতে দুই এমপি’র ফোনালাপ ফাঁস হওয়ার পর গত ৪ এপ্রিল নরসিংদী জেলা আ.লীগের সহ সভাপতি ও শিবপুর আসনের সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা নিজ বাড়ীতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন হারুন অর রশীদ খানের। তবে নরসিংদী জেলা আওয়ামীলীগের সদস্য ও শিবপুর আসনের বর্তমান এমপি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন বিশেষ কাজে ভারতে থাকায় তিনি এখনো দেখা করতে পারেন নি।
ইতিমধ্যে যারা বাড়িতে গিয়ে দেখা করেছেন তাদের মধ্য থেকে কয়েক জন হলেন : শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ জাহিদুল শেখ কাউছার,সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ও পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোঃ জাকির হোসেন প্রমূখ।
উল্লেখ্য যে, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী সকালে নিজ বাসায় শিবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুর অর রশীদ খাঁন সন্ত্রাসীদের ধারা গুলিবিদ্ধ হন। তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে ২১ মার্চ বাড়ীতে ফিরে আসেন তিনি ।ডাক্তারের পরার্মশে উন্নত চিকিৎসার জন্য ১৩ এপ্রিল ভারতের দিল্লিতে যান তিনি।১৫ এপ্রিল সফল অপারেশন হওয়ার পর গত ২রা মে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি। এরপর থেকে তিনি বাড়িতেই আছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।তবে পুরোপুরি সুস্থ হতে আরো কিছু দিন সময় লাগবে।