পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা পর পঁয়ত্রিশ দিন অতিবাহিত হলেও উদ্ধারকৃত যুবকের মরদেহের পরিচয় খুঁজে বের করতে পারেনি শিবপুর থানা পুলিশ। নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুরের একটি পুকুর থেকে গত ২৬ সেপ্টম্বর যুবকের অর্ধ- গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।তবে পুলিশ বলছে তারা তাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে পরিচয় খুঁজে বের করতে।পরিচয় পেতে পুলিশের পাশাপাশি সকলের সহযোগীতা চাওয়া হলেও তাতে কোন সাঁড়া পায়নি শিবপুর থানা পুলিশ। অপরদিকে উদ্ধারকৃত মরদেহের ময়না তদন্ত এক মাস পূর্বে সম্পন্ন হলেও এখনো পর্যন্ত রিপোট পায়নি মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে অনেকের ধারণা থানা পুলিশ আন্তরিকতার সাথে কাজ না করার কারণেই এতো দিন অতিবাহিত হওয়ার পরও উদ্ধার করা মরদেহের পরিচয় খুঁজে বের করতে পারেনি শিবপুর থানা পুলিশ।
এ ব্যাপারে আজ সোমবার (৩১/১০/২০২২) মামলার তদন্তকারী কর্মকর্তা আফজাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সকালের আলোকে বলেন-গত সেপ্টম্বর মাসের শেষের দিকে (২৬/০৯/২০২২)উপজেলার দুলালপুর ইউনিয়নের একটি পুকুর থেকে যুবকের অর্ধ- গলিত মরহেদ উদ্ধার করি।উদ্ধার করার পর যুবকের পরিচয় পেতে পুলিশের পক্ষ থেকে সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।পাশাপাশি পরিচয় পাওয়ার জন্য সকলের সহযোগিতাও চাওয়া হয়েছে। কিন্তু তাতেও কারো সাঁড়া পাই নি।আমি এখনো আশাবাদী উদ্ধারকৃত যুবকের পরিচয় খুঁজে বের করতে আমরা সফল হবো। মরদেহের ময়না তদন্তের রিপোট সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন ময়না তদন্ত সম্পন্ন হলেও সেই রিপোট এখনো পর্যন্ত পাই নি।রিপোট হাতে পাওয়ার পর বলতে পারবো কিভাবে যুবককে হত্যা করা হয়েছে।উদ্ধারকৃত যুবকের পরিচয় ও ময়না তদন্তের রিপোট হাতে না পাওয়ার কারণে এই হত্যার কারণ সর্ম্পকে মন্তব্য করতে রাজি হননি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আফজাল হোসেন।
উল্লেখ্য যে, উদ্ধারকৃত যুবকের মরদেহ ময়না তদন্ত শেষে লাশের কোনো পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে লাশটি নরসিংদী পৌর গোরস্হানে দাফন করা হয়েছিল।
পুলিশবাদী হয়ে এ ব্যাপারে শিবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং ২২,তাং-২৬/৯/২২।