এ ভাবেই শিবপুর থেকে বিদায় নিচ্ছেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জিনিয়া জিন্নাত।
::আবু নাঈম রিপন :: স্টাফ রিপোর্টার:::
নরসিংদী শিবপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জিনিয়া জিন্নাতকে বদলি করা হয়েছে। আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচীব হিসেবে ঢাকার কর্মস্হলে যোগদান করবেন তিনি। সেই জন্য গতকাল রবিবার বিকালে শিবপুরের কর্মস্হলে থেকে বিদায় নেন জিনিয়া জিন্নাত। কিন্তু বিদায় কালে গাড়ীর সাজ গোজ ও বিদায় জানানোর পরিবেশ দেখে মনে হয়েছে তিনি চাকরী থেকে অবসর গ্রহণ করছেন, এমনটাই মনে করছেন কেউ কেউ। একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে এভাবে বিদায় জানানোর ঘটনায় রাজনৈতিক নেতাসহ অনেকেই হতভাগ হয়েছেন।
জানাগেছে, ৩৩ তম বিসিএস ( প্রশাসন) ক্যাডারের জিনিয়া জিন্নাত গত ২০২২ সালের ১৬ জানুয়ারী শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তারপর থেকেই তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন।
জিনিয়া জিন্নাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তথ্য দিয়ে স্হানীয় ও জাতীয় কয়েকটি পত্রিকায় রিপোর্ট প্রকাশ করা হয়। এমনকি জেলা প্রশাসনের পক্ষ থেকে জিনিয়া জিন্নাতকে শোকজ করা হয়েছিল। তাতেও কোন কাজ না হওয়ায় গত ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এটিএম শরিফুল আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। যার নম্বর ০৫,০০,০০০০,১৪০,১৯,০১২,২২,৩৮৩
স্হানীয় কয়েকজন রাজনৈতিক নেতা শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —- জিনিয়া জিন্নাত একজন সরকারী কর্মকর্তা। সেই কারণে সরকারী কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় বদলী হবেন এটাই স্বাভাবিক
ব্যাপার। কিন্তু এই প্রথম দেখলাম একজন ইউএনও বদলী হওয়ায় সময় লুঈী ড্যান্সেরর আয়োজন করতে। গতকাল তিনি বিদায় নেওয়ার সময় গাড়ীকে যে ভাবে সাজানো হয়েছে তা আমার জীবনে কখনো দেখিনি। একজন দূর্নীতিবাজ কর্মকর্তাকে এই ভাবে বিদায় জানানোর ঘটনা দেখে দূর্নীতিবাজ কর্মকর্তারা আরো উৎসায়ী হবে।