নরসিংদীর শিবপুরে সারাদেশের ন্যায় প্রথম ভূমি ক্রয়ের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প নির্মান করা হয়েছে। উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর ও সাধারচর ইউনিয়নের ৩৪ শতাংশ জমি ক্রয়ের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২ টি আশ্রয়ন কেন্দ্রে ২৯ টি পরিবারকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করে মাথা গোছার ঠাঁই করে দেয়া হচ্ছে। প্রায় ৫৭ লক্ষ টাকা ব্যায়ে জমি ক্রয় করা হয়েছে। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ২৬২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিক ভাবে গৃহ প্রদান অনুষ্ঠান উদ্বোধন শেষে শিবপুর উপজেলার ২৯ পরিবারকে মালিকানা হস্তান্তর করা হবে। এ উপলক্ষে আজ ২০জুলাই বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে শিবপুর উপজেলার সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত।