• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে বাধা দেয়ায় শিবপুরে প্রতিপক্ষের হামলায় আহত ২

admin / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

 

আবুনাঈমরিপন,স্টাফ রিপোর্টার.

নরসিংদীর শিবপুরে জোর পূর্বক জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকালে পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহতদের ভাই রফিকুল ইসলাম মোল্লা।
থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, চরসুজাপুর গ্রামের বিল্লাল মোল্লা গং ও আলতাফ হোসেন মোল্লা গং এর মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছে। জমির বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এমতাবস্থায় বুধবার (২৪ এপ্রিল) সকালে বিল্লাল মোল্লা তার ভাই জুলহাস, মিলন, ও মুক্তার হোসেন মোল্লা এবং বিল্লালের ছেল সোহাগ, সুজন, মিলনের ছেলে রাতুল গং মিলে জমিতে ইট দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে থাকেন। খবর পেয়ে আলতাফ হোসেন মোল্লার ভাই মন্জুর মোল্লা, মুক্তার মোল্লা ও রফিকুল ইসলাম মোল্লা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে বিল্লাল মোল্লার ছেলে সোহাগ ও তার স্বজনরা মঞ্জুর হোসেন মোল্লা ও তার ভাই মোক্তার হোসেন মোল্লাকে লোহার রড দিয় মাথা, চোখসহ শরিরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

অভিযোগকারী রফিকুল ইসলাম মোল্লা জানান, মামলা চলমান থাকা সত্বেও বিল্লাল মোল্লার ছেলে সোহাগের নেতৃত্বে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছিলো। আমরা নিষেধ করায় হামলা করে আমার দুই ভাইকে গুরুতর আহত করে। এখন আবার নির্মাণ করা বাউন্ডারি ওয়াল নিজেরাই ভেঙ্গে ফেলে আমাদের উপর দোষ চাপানোর পায়তারা করছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category