নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকারের ভাগিনা রুবেল মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
আজ সকালে পরিবার নিয়ে জাফলং এর উদ্দেশ্যে ঘুরতে যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের রাঙপানি নামক স্থানে তার ব্যবহৃত প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়।এতে রুবেল ও তার শিশু সন্তান মারা যায়।পরিবারের বাকি সদস্যরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।