♦নাছিম আহমেত ইকবাল, বিশেষ প্রতিনিধি♦
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু বলেছেন — বিএনপি ক্ষমতায় আসলে জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তিনি সভায় ৩১ সভার বিস্তারিত বর্ননা করেন এবং দফাগুলি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
আজ রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধায় নরসিংদীর শিবপুর উপজেলা সদরে সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে ৫৩তম বিজয় দিবস উপলক্ষে বিএনপি কর্তৃক ঘোষিত ৩১ দফার আলোকে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস বিকাবদার কালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাকসুদ খান,সাবেক জিএস নুরুল আমিন রিকাবদার জাহান, শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান ও উপজেলা যুব দলের সহসভাপতি রানা মৈশান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তরুণ মৃধা প্রমুখ। আলোচনা সভা শেষে সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে গান পরিবেশন করেন জাতীয় ও স্থানীয় শিল্পীগন।