বিজয় ৫২ লইয়ার্স ক্লাবের সভাপতি ও প্রবীণ রাজনৈতিক নেতা মো: শামীম হাসান
আলো রিপোর্ট.
শিবপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও আইনজীবি মো: শামীম হাসান দ্বিতীয় বারের মতো বিজয় ৫২ লইয়ার্স ক্লাবের সভাপতির দায়িত্ব পেয়েছেন। এছাড়া ৫২ সদস্য বিশিষ্ট কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন আইনজীবি মো: আজিজুল হক তরঙ্গ।
সম্প্রতি নরসিংদী আইনজীবি সমিতি ভবনের চতুর্থ তলায় বিজয় ৫২ লইয়ার্স ক্লাবের উদ্যােগে ও ক্লাবের সভাপতি মো: শামীম হাসানের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতি ক্রমে আগামী ছয় মাসের জন্য ৫২ সদস্য কমিটি গঠন করা হয়।
৫২ সদস্য বিশিষ্ট কমিটির ৫০ জনই নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রবীণ রাজনৈতিক নেতা ও বিজয় ৫২ লইয়ার্স ক্লাবের সভাপতি আইনজীবি মো: শামীম হাসান শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন –—– আইনজীবিদের কথা চিন্তা- ভাবনা করেই সকলের চেষ্টায় গত ২০২৩ সালের ২৩ মার্চ বিজয় ৫২ লইয়ার্স নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করি। যার প্রতিষ্ঠাতা আহবায়ক হলাম আমি। প্রথম অবস্থায় ক্লাবটি পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ছিল। পরবর্তিতে সব কিছু চিন্তা – ভাবনা করে সকলের সম্মতিক্রমে গঠনতন্ত্র পরিবর্তন করে ৫২ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। গঠনতন্র মোতাবেক ছয় মাস মেয়াদী কমিটির প্রথম সভাপতি’র দায়িত্ব পাই গত ২০২৩ সালের ১০ ডিসেম্বর। আমি আগেও ক্লাবের সকল আইনজীবিদের পাশে ছিলাম। ভবিষৎতেও তাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই।