:::স্টাফ রিপোর্টার।।
সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘বিদ্যাবাড়ি অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছেন বাস্তববাদী কবি ও সাহিত্যিক নূরুল ইসলাম নূরচান।
বিদ্যাবাড়ি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে মাধবদীর ফ্যামিলি কমিউনিটি সেন্টারে ‘বাংলা অক্ষর আমার ভালোবাসার’ শীর্ষক আলোচনা ও নরসিংদীর বেশ কজন লেখককে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়া।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, এম এম কে গ্রুপের মালিক আব্দুল কাইয়ুম মোল্লা।
বিশেষ সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার চক্রবর্তী এবং বাবুরহাট গ্রিনফিল্ড কলেজের অধ্যক্ষ ইসমাইল ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাবাড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রভাষক বেলাল আহমেদ।
পরে প্রধান অতিথির হাত থেকে নূরুল ইসলাম নূরচান অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করার জন্য বিদ্যাবাড়ি সংগঠনকে কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, এর আগে ‘কবি খান মোহাম্মদ মঈনউদ্দীন সাহিত্য পুরস্কার এবং বাংলাদেশ কবি সংসদ সাহিত্য পুরস্কার ২০১০’ পেয়েছিলেন নূরুল ইসলাম নূরচান।