এস এম খোরশেদ আলম:
আজ শনিবার (৪/২/২৩) শিবপুরের বিরাজ নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রব খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, আলমগীর হোসেন মৃধা আঙ্গুর,সাবেক পিটিআই ইন্সট্রাকটর শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবু চন্দ্র শীল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।