আলো রিপোর্ট:
প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মহসীন নাজির দীর্ঘ বিশ মাস শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর এখন থেকে ভারমুক্ত হয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করবেন।
গতকাল রবিবার গণভবনে আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামলীগের সভাপতি শেখ হাসিনা সারাদেশে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করা সকল কে ভারমুক্ত করে দিয়েছেন।এখন থেকে তারা সবাই সভাপতির দায়িত্ব পালন করবেন।
জানাগেছে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহসীন নাজির গত ২০১৪ সালের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া উপজেলা আ.লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে কোন পদে প্রার্থী ছিলেন না। কিন্তু উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম হারুনুর রশীদ খানের সর্মথনে উপজেলা আ.লীগের সিনিয়র সহ- সভাপতির দায়িত্ব পান তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ২০২১ সালের ৬ ডিসেম্বর উপজেলা আ.লীগের সভাপতির পদ থেকে হারুনুর রশীদ খানকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মহসীন নাজিরকে দায়িত্ব দেয় জেলা আ.লীগ।সেই থেকে তিনি উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়াও তিনি লাখপুর শিমুলীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সভাপতি, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচিত সাবেক ডেপুটি কমান্ডার, নরসিংদী জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।