শেষ ঠিকানা
মোঃ মনিরুজ্জামান মোল্লা।
ভালোবাসা নয়,প্রেম নয়,
আমার সাধের নৌকাটা
কোথায় ভিড়তে চায়, দেখে নেই,বুঝে নেই!
হায়!পৃথিবীর সবচেয়ে নোংড়া ঘাটেই যে ভিড়ে গেলো !
যে ঘাটে জল আনতে গেলে কেউই ফিরে আসতে পারেনা,
যেখানে মনুষ্যত্ব হারিয়ে ফেলে সবাই,
দুমড়ে মুচড়ে যায় নোনাজলের মাঝে,
বিশ্বাস হারিয়ে ফেলে সবাই।
প্রণয়ের লীলা শুরু হয়ে
ব্যাঞ্জনায় হারিয়ে যায়।
পুলকিত হয়ে মিশে যায়
নিলয় নীলার আচ্ছাদনে।
ঘাটের মহাজন তুচ্ছতাচ্ছিল্য করে ঘাড় ধরে বেড় করে দিয়ে ছুঁড়ে মারে আমার সাধের নৌকাটিকে!
আমি দিশেহারা হয়ে পাল্টে ফেলি গতিপথ।
এ যাত্রায় ভালো ঘাটে ভিড়বে আমার সাধের নৌকাটি,
কিন্তু না……
ভরা জোয়ারের প্রকম্পিত নিশানায় উড়িয়ে দিলো নৌকার মাঝি,
দাড় আর ছাউনিটাকে,
এবার হলো আমার শনির দশা।
আমি কুল হারিয়ে ফেললাম নিজের ভুলে।
জরাজীর্ণ ধুম্রজালে পড়ে আমি হয়ে গেলাম এক পাগলবেশী উচ্ছৃঙ্খল বয়াতী।
আমার জীবনের ঠিকানা
মিশে গেলো অধরা এক সুখ পাখির মাঝে।
ছাঁয়া আর খুঁজে পাবোনা বলে আমি কাকের ডাকে মাতলামি করি।
আমি ভেঙে ফেলি চারিধার।
আমি সব করি মিসমার, নিয়ে যাই জঞ্জাল,
সবই হয় ছাড় খার,
পাইনি যা দরকার।
চলবে আর কতকাল?
ভোলামন জানেনা আমার কি আছে আর করার!
সবাই দূর দূর করে অবজ্ঞা করে তাড়িয়ে দেয় আমাকে,
কোথাও নেই আমার ভালোবাসার মানুষ,
কোথাও নেই আমার প্রশান্তি,
তাই আমি মিশে যাবো আলোর ঝলকানিতে।
আকাশের মেঘ মালায়।
বিহঙ্গের শুভ্রতায়।
এখানেই যে হলো আমার শেষ ঠিকানা।।