• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

বুধবারের পাতা::: মানুষ গড়ার কারিগর ::: আনোয়ার হোসেন

admin / ৩১৩ Time View
Update : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

 

মানুষ গড়ার কারিগর

আনোয়ার হোসেন

হাবিব মাস্টার ভালো মানুষ
মানুষ গড়ার কারিগর ।
কত মানুষ গড়ছেন উনি
হিসাব কি দিব আর ।

হাবিব স্যারের গুনের কথা
লোক মুখে শুনি ।
কথা তাঁর অতি মিষ্টি
ফোন করে জানি।

কবি নামে পরিচয়
হাবিব মাস্টার যার নাম ।
দেখলে সত্যিই ভুল যাবেন
কিবা তাঁর কাম ।

মানুষ গড়ার কারিগর হইয়া
লেখেন আবার কবিতা ।
মনের খোরাক প্রকাশ করেন
কলম দিয়ে লিখিয়া ।

গড়ছে মানুষ গড়ছে স্কুল
দুই নয়নে দেখি ।
ওনার মতো জ্ঞানের আলো
সবাই যদি দিতো ।
আমার দেশে সোনার ছেলে
এমনি গড়ে উঠত ।

সামর্থ্য বিহীন এই লোকটি
কেহ নাহি চিনে ।
যারা চিনে তারা কিন্তু
অন্তর থেকে মানে ।

দোয়া করি ওগো আল্লাহ্
রাখাও তাঁকে ভালো ।
জ্ঞানের প্রদীপ জালিয়ে দিতে
মনে দিও আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category