• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

বুধবারের সাহিত্য পাতা।কবিতা: অমানুষ

admin / ৬৫২ Time View
Update : বুধবার, ৭ জুন, ২০২৩

অমানুষ
আনোয়ার হোসেন

চাচার কোলে মানুষ হইয়া
শিক্ষা জীবন শেষ ।
ভালো বেতনে চাকুরী করে
সুখে আছে বেশ ।

চাচার কথা ভুলে গেছে
লয়না চাচার খবর ।
বাড়ী ঘরে আসে না সে
হইলো অনেক বছর ।

বড় লোকের মেয়ে পেয়ে
করছে নাকী বিয়ে ।
অতীত জীবন ভুলে গেলো
শশুড় বাড়ী পেয়ে ।

চাচা ছিলো নিস্বার্থ‍্যবান
এতিমকে করে ছিলো মানুষ।
মানুষ হইয়া অমানুষ সাজলো
নিলো না চাচার খোজ ।

ভেবে চিন্তে চাচা একদিন
রওনা দিলো ঢাকা ।
ঠিকানা মতে যাইয়া দেখে
বাসা যে তার ফাকা ।

নিরাশ হইয়া ফিরলো বাড়ী
মনে বড় দুঃখ ।
তবু চাচা করে দোয়া
তাকে দিও আল্লাহ সুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category