কবি আনোয়ার হোসেন.
পুরুষ আর নারী
আনোয়ার হোসেন
পুরুষ হইয়া জন্ম নিয়া
শুকরিয়া আল্লাহর ।
জীবন যোদ্বে নামতে হবে
বিধান যে আল্লাহর ।
পুরুষের ঘারে সংসারের বোঝা
এ যে বিধির বিধান ।
দেন মহর দিয়ে নারী আনবে
এ যে আল্লাহর আইন ।
নারী বিনে পুরুষ অচল
নাই যে কারো দাম ।
সংসার করা আল্লাহর হুকুম
নইলে জাহান্নাম ।
নারী হইয়া জন্ম নেওয়া
ভাগ্য অনেক ভালো ।
পরের খাইবে পরের পরবে
মনে থাকে আলো ।
তবু নারী হয়না সুখী
মানে না আল্লাহর আইন ।
তাইতো পায়না মনে শান্তি
ঘুরতে শুধু চান ।
আল্লাহর আইনকে মানতে নারাজ
অধিকার বুঝে ভালা ।
তাই নারী আজ অবহেলার পাত্র
মিঠাও মনের জ্বালা ।
পুরুষ তুমি সঠিক থাকো
আল্লাহর বিধানে চলো ।
নারীর হক করবে আদায়
মনকে শুধু বলো ।
নারী তুমি আল্লাহর নেয়ামত
শুকরিয়াতে থাকো ।
আল্লাহর আইনে চলবে তুমি
জীবনের ছবি আকো ।
সঠিক পুরুষ সঠিক নারী
সুখের নাই যে শেষ ।
দিন রজনী কাটে তাদের
আছে বেশ বেশ ।