ফিরে এলো ঈদ
মোঃ হাবিবুর রহমান।
ফিরে এলো ঈদ মানব তরে গাহিতে সাম্যের গান
যথায় বর্জিত হিংসা বিদ্বেষ মান কিবা অভিমান।
এলো ফিরে ঈদ বিলোপ সাধনে আত্মঅহংকার
মুক্ত যথায় হৃদয় যাতনা,বিরাজিত আনন্দ সমাহার।
এলো ফিরে ঈদ বিকশিতে মানবে অফুরন্ত ভালোবাসা
প্রীতি বন্দনে মাল্য গাথার এ যে মহা প্রত্যাশা।
এলো ফিরে ঈদ যেখানে ক্ষুধার্ত আর্তের সংসার
বিত্ববানে সুখীরসনে হতে -সম অংশীদার।
আজি এ ঈদে গাইবো মোরা সম্প্রীতির জয়গান
স্বর্গীয় প্রেমের সুধা লভিতে – করে আর্তের সেবদান।