• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

বুধবারের সাহিত্য পাতা:::সফল কৃষক:: রচনায় আনোয়ার হোসেন

admin / ৫৭৪ Time View
Update : বুধবার, ৩১ মে, ২০২৩

সফল কৃষক

আনোয়ার হোসেন

রহিম মিয়া বর্গা চাষী
জমি করে চাষ ।
সময় মত চাষ না দিলে
কষ্ট বার মাস ।

বর্গা চাষী রহিম মিয়া
গরু ছাগল পালে ।
বউটা তার অনেক ভালো
কাজে জোগান তুলে ।

সবজি চাষে বউ যে তার
অনেক ভালো জানে ।
সিজন শীল সবজি বুনে
নগত টাকা আনে ।

রহিম মিয়া গরীব মানুষ
গাঁ খাটিয়ে চলে ।
হিসাবেতে ভূল করিলে
সংসার রসাতলে ।

বার মাসই রহিম মিয়া
মাটির সাথে খেলে ।
ঝড় বৃষ্টি যতই আসুখ
যায় না জমি ফেলে ।

তাইতো মিয়া সুখে চলে
যায় না কারো ধারে ।
সুখী জীবন কাটায় রহিম
চাষী হইবার তরে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category