সফল কৃষক
আনোয়ার হোসেন
রহিম মিয়া বর্গা চাষী
জমি করে চাষ ।
সময় মত চাষ না দিলে
কষ্ট বার মাস ।
বর্গা চাষী রহিম মিয়া
গরু ছাগল পালে ।
বউটা তার অনেক ভালো
কাজে জোগান তুলে ।
সবজি চাষে বউ যে তার
অনেক ভালো জানে ।
সিজন শীল সবজি বুনে
নগত টাকা আনে ।
রহিম মিয়া গরীব মানুষ
গাঁ খাটিয়ে চলে ।
হিসাবেতে ভূল করিলে
সংসার রসাতলে ।
বার মাসই রহিম মিয়া
মাটির সাথে খেলে ।
ঝড় বৃষ্টি যতই আসুখ
যায় না জমি ফেলে ।
তাইতো মিয়া সুখে চলে
যায় না কারো ধারে ।
সুখী জীবন কাটায় রহিম
চাষী হইবার তরে ।