সম্প্রীতি
মোঃ হাবিবুর রহমান মাস্টার
আজ চারিদিকে
নির্যাতিত নিরপরাধের হাহাকার ধ্বনি
অবলা নির্যাতিত, ধর্ষিতা রমনী
মরণঘাতী নিশায় লিপ্ত তরুণ তরুণী
ভোগে লিপ্ত তৃপ্তিতে।
আজ বিলোপ সুখের বাস
স্বামী স্ত্রীর প্রেমালয়ে
ফাটলে বন্দী অদৃশ্য শৃঙ্খলে
চলছে অনল শান্তিরালয়ে
আশায় প্রাপ্তি নিরাশ।
আজ চারিদিকে তান্ডব নীলা
ক্ষনিক স্বার্থের তরে
নিষ্পাপ প্রান নিচ্ছে হরন করে
আর্তের ধ্বনি পৌঁছেনি কারো কর্ণকুহরে
বহে চলে তরঙ্গে সন্ত্রাসী ভেলা।
হে সুধী জন পৃথিবীর
শান্তি চাহিলে মনে
মিলবে না তা সিংহাসনে
সুখী হবে অন্বেষণে
বাজালে বাঁশী সম্প্রীর।