• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

বুধবারের সাহিত্য পাতা :: কবি আবু আসাদ:: রচনায়: আনোয়ার হোসেন

admin / ৩৫১ Time View
Update : বুধবার, ১৭ মে, ২০২৩

 

কবি আবু আসাদ
আনোয়ার হোসেন

কবি আবু আসাদ মরে গেল
রেখে গেল স্মৃতি ।
জীবন দশায় পায়নি কিছু
লিখতো শুধু গিতি ।

তাঁর স্মরণে লিখতে কিছু
আমার মনে জাগে ।
লিখতে গিয়ে পড়ছে মনে
ঘুরতো আসে পাশ্বে ।

ছন্নছাড়া জীবন ছিল
গাইতো ভালো গান ।
তখন তাঁকে চিনি নাই তাঁকে
কি যে তিনি চান ?

মানুষ গড়ার কারিগর ছিল
লিখতো শুধু ছড়া ।
ছড়ার মাঝে যাদু মাখা
পড়লে পাইবে মজা ।

উনার অনেক গান এখন
শিল্পীরা যে গায় ।
সে সব গান শোনলে পরে
লাগে ব্যথা হায় ।

কবি আসাদ মরেও অমর
দোয়া সবাই করি ।
উনার লেখা খুঁজে খুঁজে
আসেন আমরা পড়ি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category