আমার বাড়ি
নূরুল ইসলাম নূরচান
ওই দেখা যায় আমার বাড়ি
ওই খানেতে আমি বাস করি
নানা ফলের চাষ করি
নিজের কাজ নিজেই করি।
আমার নেই কোন দাস
সুখে আছি বারো মাস
কেউ কোনদিন করে না
আমার ফল ফসলের নাশ।
যেতে লাগে না গাড়ি
হেঁটেই যাই তাড়া-তাড়ি
যারা করে গাঁয়ে বাস
তারা করেনা কারো সর্বনাশ।