ভিন্ন দৃষ্টিতে ঈদ
হাবিবুর রহমান মাষ্টার
শান্তির বাণী নিয়ে ঈদ আসছে ফিরে
উল্লাস ধারা করছে বিরাজ ভিন্ন ভিন্ন সুরে।
পল্লীতে গৃহিণীর ঘরে পিঠে তৈরির ধুম
দিবা রাত্রী সবাই ব্যস্ত নাই যে কারোই ঘুম।
দ্বীন ভিখারিনী করছে বিচরণ পিঠে ভিক্ষা তরে
চাইছে পণ্য ধ্বনীর কাছে অতি বিনয় করে।
অন্তরে তার মহানন্দ যদিও সে দীনহীন
ভিক্ষের পণ্যে করবে আনন্দ আসন্ন ঈদের দিন।
চাঁদাবাজদের অন্তরে খুশীর সীমা নাই
ঈদ উপলক্ষে হবে তাদের বিপুল কামাই।
অসাধু ব্যবসায়ী অতি খুশী আসন্ন ঈদের তরে
স্টকের মাল করবে বিক্রি উচ্চ মুনাফা দরে।
এ ধরায় সুধী জন নিজ ধন গরীব কে বিলিয়ে
ভোগ করবেন ঈদের খুশী হৃদয় তৃপ্তি নিয়ে।