নামাজ
আনোয়ার হোসেন
নামাজ পড়লে পাঁচ পুরস্কার
দিবে খোদা জানি ।
জানার পরে না মানিলে
শাস্তি আছে ভাই ।
এই শাস্তি যে কত কঠিন
দেখতে যদি তাই।
নামাজ পড়তে অবহেলা
করতে না কেহ ভাই ।
নামাজ পড়ে আদেশ মান
ভাল হইবে ভাই।
সরল পথের সন্ধান পাবে ,
একটু ভুল ও নাই ।
নামাজ পড়লে শরীল সতেজ
স্বাস্থ্য ভাল থাকে ।
মনের মাঝে কুচিন্তা
আসতে নাহি পারে ।
নামাজ হইল খোদার হুকুম
নামাজ বেহেস্তের চাবি ।
চাবি ছাড়া খুলবে না তো
ঐ বেহেশতের বাড়ী ।
এই দুনিয়ার বাড়ী গাড়ীর
কোন দাম নাই।
মরার পরে তোমার আমার
কোন মূল্য নাই ।
মরার পরে এজীবনের
যদি মূল্য চাও।
নামাজ রোজা সঠিক ভাবে
আদায় করে নাও।
নামাজ পড়লে পাঁচ পুরষ্কার
হিসাব করে দেখ।
এক নাম্বারে রিজিকের চিন্তা
দুর হবে তোমার ।
দুই নাম্বারে কবরের আজাব
মাফ পাওয়া যাবে ।
তিন নাম্বারে ফুলছেরাত
সহজে পার হবে ।
চার নাম্বারে আমলনামা
ডান হাতে পাবে ।
পাঁচ নাম্বারে হিসাব ছাড়া
বেহেশ্তে যাওয়া যাবে ।
এত সহজ শর্ত খোদার
মানতে পারি না ।
এ জীবনের মূল্য কত ,
ভেবে দেখনা ।