• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

বুধবারের সাহিত্য পাতা::: শিশু উদ্যানে :: মো: হাবিবুর রহমার মাস্টার

admin / ৩২৯ Time View
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

 

শিশু উদ্যানে

মো: হাবি্বুর রহমান  মাস্টার

স্নেহ ধন্য কচি কাচা শিশু গুলি
অপরূপা কাননের চোট চোট কলি
ফুটিলে মুগ্ধ গন্ধে ছুটিবে অলি
পুলকিত হরষে মধু আহরণে।।

আজ স্পন্দিত তৃপ্ত ধ্বনি
যাদের স্পর্শে এ নিকেতন খানি
চড়াই উৎরাই পেরিয়ে হয়ে শিরোমনি
শ্রমে রত শিশুদের জ্ঞানের কল্যানে।।

অবুঝ এ স্নেহ ধনীদের যাত্রা প্রভাতে
গড়তে হবে তাদেরকে জ্ঞানের মহিমাতে
ফিরে যেন তারা কুবলয় হাতে
লভে এ ভবে শিক্ষার প্রসারতা মনে।।

হাতে খড়ি বিদ্যায় প্রসারিত প্রান
এ উদ্যানের শিশুরা হবে জাতির মেরুদ্যান
বইবে ধরায় তাদের স্মৃতির অসীম অবদান
মোদের মাতৃভূমির পরম কল্যানে।।

এ মর্মে রইল আকুতি শিক্ষক শিক্ষিকা তরে
হাতে খড়ি নেয়া আগতকে মায়া মমতা ভরে
জ্ঞান প্রদীপ প্রজ্জলিত করে তাদের অন্তরে
করিবেন শিক্ষাদান অতি মন প্রানে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category