• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

বুধবারের সাহিত্য পাতা

admin / ৩২৮ Time View
Update : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

 

দুঃখ

ইকবাল খান

সব যন্ত্রণার কথা সবার কাছে ব্যক্ত করা যায়না সবসময়, অনর্থক চেঁচামেচি, নিষ্ফল আবেদন ,
প্রতিনিয়ত হৃদয়- হৃদপিণ্ডের নিঃশব্দ রক্তক্ষরণ
ফোরাত নদীর নীরব বয়ে চলা !

দুঃখ, গহীন অরণ্যে থাকা মানুষখেকু লোলুপ প্রকান্ড এক বিষ- বৃক্ষ ,
দুঃখ — রক্তে গরল-স্রোত ,
ব্যথার পাথার ,
পুনঃপুনঃ তীব্রতর ঝাকুনিতে জীবনের সবকিছু করে দেয় ওলট পালট !

সকল স্বপ্নের নীরব হন্তারক
দুঃখ এক ঘুণপোকা ,কুটকুট কাটে দিবানিশি ,
পলে পলে , অতি সন্তর্পনে করে থাকে সমূহ সর্বনাশ !
সর্বগ্রাসী দুঃখ দু’দণ্ড দেয় না স্বস্তিতে বাঁচতে !!
দুঃখের কাছে এ জীবন পুরোটাই জিম্মি !!

পালিয়ে গেলে

তোফায়েল আহমেদ

আমি গাজীপুরের গাজী হয়ে,
চাঁদ পুরের চাঁদের দিকে হাত বাড়িয়ে ছিলাম,
ভেবে ছিলাম রাজ বাড়ির
রাজা হয়ে, তোমাকে রানী গঞ্জের রানী বানাবো।
মৌলোভী বাজার থেকে মৌলভী
ঢেকে, মুন্সী গন্জের মুন্সি দের সাক্ষী রেখে।
শরিয়ত পুরের শরিয়ত মোতাবেক
রংপুরের রং দিয়ে ঘোড়াশাল থেকে ঘোড়া এনে, তোমাকে আমি বিয়ে করবো। কিন্তু না
তুমি চালাকচরের চালাক হয়ে
মির্জাপুরের মীরজাফরের মতো পালিয়ে গেলে

সম্পাদনায়:: রবিউল হাসান, বিভাগীয় সহকারী সম্পাদক,  সাহিত্য পাতা, মোবাইল : 01716719477


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category