বৃষ্টি হবে কবে
হাবিবুর রহমান মাস্টার (অব:)
মধ্য গগনে রবি বেলা দ্বিপ্রহর
পথঘাটে নেই কেহ নারী কি’বা নর।
প্রখর রোদের রশ্মি, ঝিকঝিক মাঠ
তটিণী-র তটে তরী মাঝি শূন্য ঘাট।
ফার্মের মালিকের চলছে আহাজারি
প্রচন্ড তাপদাহে মোরগ যাচ্ছে মরি।
পুকুর জলে করছে নাওয়া ক্ষনিক শান্তি লাভে
অপেক্ষমান সবাই আজি বৃষ্টি হবে কবে!