নরসিংদী ৩ শিবপুর আসনে আ’লীগের দলীয় এমপি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন.
নিজস্ব সংবাদদাতা:
নরসিংদী – ৩ শিবপুর আসনে আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন একজন ব্যর্থ এমপি হিসেবে নিজের নাম প্রমানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে এমন একটি সংবাদ এখন নেতাকর্মীদের মুখে মুখে। বিশেষ করে জহিরুল হক ভূঁইয়া মোহনের এন্টি গ্রুপ এই বিষয়টি বেশি করে প্রচার করছে। গতকাল বুধবার একটি জাতীয় দৈনিকে ‘১০৮ জন ব্যর্থ এমপির তালিকা শেখ হাসিনার টেবিলে ‘ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে নরসিংদীর তিন জন এমপির নাম রয়েছে বলে জানায়।তবে নরসিংদীর ৫ টি আসনের মধ্যে থেকে কোন তিন টি আসনের এমপির নাম তালিকায় রয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানায় নি সংবাদ মাধ্যমটি।
নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও শিবপুর আসনের এমপি জহিরুল হক ভূঁইয়ার সমর্থকরা মনে করেন — জহিরুল হক ভূঁইয়া মোহন একজন ভালো মানুষ।তিনি দলের জন্য নিবেদিত প্রাণ। সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খাঁনকে সন্ত্রাসীরা গুলি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর হয়।এই ঘটনায় মোহন সাহেবকে ফাসানোে জন্য অনেক চেষ্টা করছে অপর গ্রুপটি। আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন যাতে করে না পায় সেই জন্যই তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদ মাধ্যমটিতে নরসিংদীর তিন জন এমপির নাম রয়েছে এমন তথ্য প্রকাশ করলেও কারো নাম উল্লেখ করেনি।অথচ কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে জহিরুল হক ভূঁইয়ার নাম উল্লেখ করে পোষ্ট বা কমেন্ট করছেন। তারা কি করে জানেন ঐ তালিকায় জহিরুল হক ভূঁইয়া মোহনের নাম রয়েছে।
আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।
ব্যর্থ এমপি হিসেবে জহিরুল হক ভূঁইয়া মোহনের নাম প্রধানমন্ত্রীর টেবিলে থাকা তালিকায় রয়েছে কী না, তা জানতে শিবপুরের আলো ২৪ ডট কম এর পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল।কিন্তু এ ব্যাপারে নিশ্চিত করে কোন কিছু জানা সম্ভব হয়নি।