নতুন ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর পাঁচ
মাসচললেও নির্মাণ কাজ চালু না হওয়ায় পুরাতন ভেঙ্গে থাকা ব্রীজটিতে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।ফলে জনগণের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।
জানাগেছে, নরসিংদীর শিবপুর উপজেলার শিবপুর বাজার লাকড়ি পট্রি সংলগ্ন কলাগাছিয়া নদীর উপর ভেঙ্গে পরা ব্রীজটি পূর্ণ নির্মাণ করার ব্যাবস্হা করার জন্য স্হানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনের সাথে স্হানীয় আ’লীগের কয়েকজন নেতা ও গন্যমান্য ব্যক্তি বর্গ অনেক বার মিটিং করেছিলেন।অবশেষে চলতি বছরের শুরুর দিকে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন স্হানীয় আ’লীগ নেতা ও এলাকার জনসাধারণের ব্রীজ নির্মাণের দাবী পূরণের আশ্বাস দেন।সেই দাবী পূরণের জন্য চলতি বছরের ২৯ মার্চ ৬০ মিটার দৈঘ্য আরসিসি ভেবিয়েবল র্গাডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপনের পর চার মাস অতিবাহিত হয়ে পাঁচ মাস চললেও ব্রীজ নির্মাণের কোন নাম নেই। ফলে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্রীজটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নরসিংদী ।
এ ব্যাপারে কয়েকজন স্হানীয় নেতা দৈনিক সকালের আলো’কে জানান, এই ব্রীজ গত ২০১৭ সালে ভেঙ্গে যায়।কিছু দিন যাওয়ার পর সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধার উদ্যাগে স্হানীয় জনগণের সহযোগীতায় সুপারী গাছ দিয়ে ভাঙ্গা ব্রীজটি সীমিত সময়ের জন্য সংস্কার করেন।তারপর ব্রীজটি পূর্ন নির্মাণের জন্য সংসদ সদস্য সহ অনেকের সাথে যোগাযোগ করা হয়।শেষ পর্যন্ত বর্তমান সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহনের চেষ্টায় নতুন ব্রীজ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।কিন্তু পাঁচ মাস চললেও ব্রীজ নির্মাণ কাজ চালু হওয়ার কোন খবর নাই।আমরা আশা করি নতুন ব্রীজটির নির্মাণ কাজ তাড়াতাড়ি চালু করতে সংসদ সদস্য বিষয়টি দেখবেন।
স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নরসিংদী ও উপজেলা প্রশাসন সৃত্রে জানাগেছে, নতুন ব্রীজটির নির্মাণ কাজ চালু হতে একটু সময় লাগবে।
উল্লেখ্য যে, বিগত চারদলীয় জোট সরকারের সময় সাবেক এলজিইডি মন্ত্রী মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার নির্দেশে ব্রীজটি নির্মাণ করে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।