নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর শিবপুর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আজ বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করার পর শিবপুরে ৭৫টি পরিবারের মাঝে জমিসহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন।
উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, ওসি ফিরোজ তালুকদার, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার প্রমুখ।
ইউএনও জিনিয়া জিন্নাত জানান, ‘ক’ তফসীলভুক্ত শিবপুর উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ১৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ আধা পাকা ঘর দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদ অর্থায়নের তিনটি ঘর দেওয়ো হয়েছে। আর ৪র্থ পর্যায়ে ৭৫টি পরিবারকে ঘর দেয়া হয়েছে। সর্বমোট মোট ঘর দেওয়া হলো ২০০টি। শিবপুরে আর কোন ভূমিহীন ও গৃহহীন না থাকায় শিবপুরকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষনা করা হয়েছে।